ইমাম হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বান্দরবানে ইমাম ওমর ফারুক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। গতকাল মঙ্গলবার শহরের শাপলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ, ইসলামী রেনেসাঁ, ইসলামী আন্দোলনসহ বেশ কয়েকটি সংগঠন। এর আগে সকালে হত্যাকারীদের বিচারের দাবিতে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন। ঘন্টাব্যাপী মানববন্ধনে ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের পক্ষে বক্তারা ৭ দফা দাবি জানিয়ে অবিলম্বে ইমাম ওমর ফারুকের হত্যাকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। একই সাথে পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপন, চিরুনি অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের দাবি জানান। কারী উসমান গণির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি ইমামুদ্দীন কাসেমী, হাবিবুল্লাহ জাহাঙ্গীর, দেলোয়ার হোসেন, ইব্রাহীম খলিল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘পর্যটন শিল্প এবং কৃষির উন্নয়নে পাল্টে যাবে পার্বত্যবাসীর ভাগ্য’
পরবর্তী নিবন্ধশিক্ষকরা আলোকিত মানুষ গড়ার কারিগর