ইমাম শেরে বাংলা (রহ.) ছিলেন বেলায়তের উঁচু মর্যাদার অধিকারী

৫৮তম বার্ষিক ওরশ মাহফিলে বক্তারা

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

হাটহাজারী বাসস্টেশনস্থ ইমাম শেরে বাংলা (রহ.) দরবারে শাহ সুফি আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আজিজুল হক ইমাম শেরে বাংলার (রহ.) দুই দিনব্যাপী ৫৮তম বার্ষিক ওরশের সমাপনী আয়োজন গত ১ জানুয়ারি মাওলানা সৈয়্যদ মুহাম্মদ বদরুল হক আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে দরবারের সাজ্জাদানশীনদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ সূফী মুহাম্মদ ইউনুস রজভী আল কাদেরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ এনামুল হক আল কাদেরী, শাহজাদা ছৈয়্যদ মুহাম্মদ মোজাম্মেল হক আল কাদেরী, শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আহসানুল হক আল কাদেরী, শাহজাদা সৈয়্যদ মোহাম্মদ মুনিরুল হক আল কাদেরী, শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আরিফুল হক আল কাদেরী, শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কামরুল হক আল কাদেরী, মাওলানা সৈয়্যদ মুহাম্মদ ইউনুস রজভী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামেয়া আহমদীয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, আল্লামা সোলায়মান আনসারী, অধ্যক্ষ আল্লামা আহমদ হোসেন আল কাদেরী, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী, আল্লামা ফরিদুল আলম রিজভী, পীরে তরিকত ইয়ার মোহাম্মদ পিয়ারু, আল্লামা আবুল কালাম বয়ানী, এডভোকেট ইকবাল হাসান, মাস্টার আবুল হোসাইন প্রমুখ। আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী তার বক্তব্যে বলেন, সুন্নিয়াতের ইতিহাসে ইমাম শেরে বাংলা এক উজ্জ্বল নক্ষত্র। সুন্নিয়াতের ক্রান্তিকালে তিনি তার জীবনকে উৎসর্গ করে অসাধারণ ত্যাগের চির অম্লান উদাহরণ প্রতিষ্ঠা করে গেছেন। বেলায়তের উঁচু মর্যাদারও অধিকারী ছিলেন ইমাম শেরে বাংলা (রহ.)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহসান হাবীব: রাত্রিশেষের সোনালি পালক
পরবর্তী নিবন্ধথানচির সীমান্ত সড়কে ডাম্পার উল্টে চালক নিহত