আজ বৃহস্পতিবার চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, আওলাদে রাসুল, ইমামে আহলে সুন্নাত আল্লামা শাহসুফী সৈয়্যদ মুহাম্মদ আজিজুল হক প্রকাশ শেরে বাংলার (রহ) ৫৮তম বার্ষিক ওরশ।
এ উপলক্ষে হাটহাজারীস্থ দরবারে খতমে কোরআন, খতমে বুখারী, খতমে গাউছিয়া, খতমে খাজেগানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন শাহজাদা মাওলানা সৈয়্যদ মুহাম্মদ বদরুল হক আল কাদেরী।
ওরশের বিভিন্ন আয়োজনে জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনায় বিশেষ অনুরোধ জানিয়েছেন ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











