ইমাম আহমদ রেযা খাঁন ফাযেলে বেরলভীর (রহ.) ১০৫ তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরছে আ’লা হযরতে বক্তারা বলেন, শত বছর আগে ভারতবর্ষসহ বিশ্বের যে কোন প্রান্তে ইসলাম বিদ্বেষী ও বিকৃতকারীদের বিরুদ্ধে আ’লা হযরত কুরআন সুন্নাহর আলোকে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেছিলেন। তাঁর লিখনীর জবাব আজ পর্যন্ত কেউ খন্ডাতে পারেনি। বক্তারা আরো বলেন, ইমাম আহমদ রেযা খাঁন বেরলভী ছিলেন বিস্ময়কর প্রতিভার আধার। সম্প্রতি হাদায়েক্বে বখ্িশশ পাঠক ফোরামের উদ্যোগে ষোলশহরস্থ আলমগীর খানকাহ্ শরীফে ওরসে আ’লা হযরতে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রভাষক হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী। মুহাম্মদ ইদ্রিস কাদেরী ও হাফেজ আতিকুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ মহসিন। উদ্বোধনী বক্তব্য রাখেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারী মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন শায়খুল হাদিস হাফেজ সোলাইমান আনসারী। বিশেষ অতিথি ছিলেন এম এ মান্নান, মুফতি আব্দুল ওয়াজেদ, আশরাফুজ্জামান আলকাদেরী, পেয়ার মোহাম্মদ, অধ্যাপক ড. মুরশেদুল আলম, হাফেজ ওসমান গণি, আবুল হাশেম শাহ, ড.আব্দুল হালিম, আব্দুল আজিজ আনোয়ারী, আবুল হাসান ওমাইর রজভী, ইলিয়াছ আলকাদেরী, সাইফুদ্দীন খালেদ আযহারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।