আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেল বেরলভি (র.) শুধু একজন আলেম তথা ইসলামি শিক্ষায় পণ্ডিত ছিলেন না, ছিলেন একাধারে বিজ্ঞানী, দার্শনিক, ইতিহাসবিদ, ভূগোলবিদ, তার্কিক ও ইসলামি আইনবিদ। কোরআন, হাদিস, ফিকহ তথা ইসলামী আইনশাস্ত্রের উপর তার অগাধ পাণ্ডিত্য বিস্ময়কর। ইমাম আহমদ রেজা বেরলভীর অবদান বিশ্বদরবারে তুলে ধরতে হবে।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আ’লা হযরত কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন। আলা হযরত ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক এম. এ. মান্নান। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের চেয়ারম্যান আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী। মুহাম্মদ এরশাদ খতিবীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, আলা হযরত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু নাছের মুহাম্মদ তৈয়্যব আলী। বক্তব্য দেন, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব মাহবুবুল হক খান, অধ্যক্ষ আবু তালেব বেলাল, ড. আল্লামা বখতিয়ার উদ্দিন, ড. মোহাম্মদ আনোয়ার, বেতাগী দরবারের সাজ্জাদানশীন গোলামুর রহমান আশরফ শাহ, ডায়মন্ড সিমেন্টের ডিজিএম আবদুর রহিম, মাস্টার আবুল হোসাইন, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা ছগির আহমদ, গাউসিয়া কমিটি মক্কা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, মোহাম্মদ এয়াকুব আলী, মাওলানা ইউনুস তৈয়বী, মাওলানা মোখতার হোসাইন, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, শেখ আরিফুর রহমান, শায়ের মাওলানা হাসান মুরাদ, মাওলানা কফিল উদ্দিন, সৈয়দ মুহাম্মদ হোসাইন, মাওলানা জহির উদ্দিন তুহিন প্রমুখ। অনুষ্ঠানে আলা হজরতের কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশের বাংলা অনুবাদ এবং কর্মময় জীবনের উপর গবেষণার জন্য জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস ড. মাওলানা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন ও রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যপক ড. মোহাম্মদ আবদুল মাবুদকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কনফারেন্স উপলক্ষে স্মারক আল–মোখতার ২৫তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।