পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করে আসার পর এ কথা জানিয়েছেন তার বোন উজমা খান। তার এই কথায় ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সৃষ্ট জল্পনার অবসান হল বলেই মনে করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে কারা কর্তৃপক্ষ উজমাকে ভাই ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়। উজমা আদিয়ালা কারাগারের ভেতরে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সে সময় বাইরে অপেক্ষায় ছিলেন বেশকিছু সংখ্যক পিটিআই সমর্থক।
পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা জানায়, সাক্ষাতের পর বাইরে বেরিয়ে এসে উজমা সাংবাদিকদের অল্প কথায় বলেছেন, ইমরান খানের শারীরিক অবস্থা পুরোপুরি ভালো। তবে তিনি খুব ক্ষুব্ধ ছিলেন। (ইমরান) বললেন, তার ওপর মানসিক নির্যাতন করা হচ্ছে। উজমা আরও জানান, সারাদিন ইমরানকে সেলে আটকে রাখা হয়। খুব অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়। কারো সঙ্গে তার যোগাযোগ নেই। দুই ভাইবোন দেখাও করতে পেরেছেন মাত্র আধঘণ্টা। এ সময় কড়া নজরদারি ছিল এবং কোনো মোবাইল ডিভাইসও ব্যবহার করতে দেওয়া হয়নি। খবর বিডিনিউজের।
ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ কর্মসূচি ডাকে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। ১৪৪ ধারা ভঙ্গ করে তারা বিক্ষোভ করার সিদ্ধান্ত নেয়। দলটির দাবি, কয়েক সপ্তাহ ধরে ইমরানের পরিবার ও নেতাদের তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বলেন, ২৭ অক্টোবরের পর থেকে ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কারো সাক্ষাৎ হয়নি।
এতে ইমরানের শারীরিক অবস্থা এবং বর্তমান অবস্থান নিয়ে পরিবার ও দল থেকে উদ্বেগও প্রকাশ করা হয়। ইমরানের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। এমনকি তিনি বেঁচে আছেন কিনা, তা নিয়েও সংশয় দেখা দেয়। ইমরান খানের ছেলেরাও বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
পিটিআই–এর বক্তব্য, গত মার্চে ইসলামাবাদ হাই কোর্ট নির্দেশ দিয়েছিল যে, সপ্তাহে দু’দিন জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করা যাবে। কিন্তু সেই নির্দেশ লঙ্ঘিত হচ্ছে। আদালতও এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই ইসলামাবাদ হাই কোর্ট এবং আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করে ইমরানের দল। কয়েক সপ্তাহ ধরে ইমরানের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যাত হওয়ার পর অবশেষে মঙ্গলবার তার বোন উজমাকে দেখা করতে দেওয়ার খবর আসে।










