ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

তোষাখানার আরেক মামলা

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৬ পূর্বাহ্ণ

পাকিস্তানের এক বিশেষ আদালত গতকাল শনিবার দেশটির তেহরিকইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোষাখানার দ্বিতীয় মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে। এই মামলাটি খ্যাতিমান ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ড বুলগারির দামি একটি গহনা সেট কেনা সম্পর্কিত। ২০২১ এর মে মাসে সৌদি আরবে এক সরকারি সফরের সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরানকে উপহার দিয়েছিলেন। এই গহনার সেটটি সরকারি তোষাখানায় জমা হওয়ার কথা থাকলেও ইমরান দম্পতি তা অল্প দামে কিনে নিয়েছিলেন, জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন। মামলার কার্যক্রম চলাকালীন রাষ্ট্রপক্ষ দাবি করে যে, প্রায় ৮ কোটি পাকিস্তানি রুপি মূল্যের গহনার সেটটি মাত্র ২৯ লাখ রুপি পরিশোধ করে নিজের কাছে রেখে দেন। খবর বিডিনিউজের।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ আদালতে শুনানিকালে এ রায় দেন বিশেষ বিচারক শাহরুখ আরজুমান্দ। ইমরান এই কারাগারেই বন্দি আছেন। ডন জানিয়েছে, এই মামলায় ইমরানকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে পাকিস্তানের ফৌজদারি আইনের ৩৪ ধারায় (সাধারণ অভিপ্রায়) ও ৪০৯ ধারায় (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) তাকে ১০ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫() (সরকারি কর্মচারীদের অপরাধমূলক অসদাচরণ) ধারায় আরও সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বুশরা বিবিকেও একই বিধানে মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের উভয়কেই এক কোটি ৬৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে যা অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ বৃদ্ধি পাবে।

রায়ে আদালত বলেছে, ইমরান আহমেদ খান নিয়াজির বয়স বিবেচনায় (বৃদ্ধ) ও বুশরা বিবি নারী হওয়ায় নম্র দৃষ্টিভঙ্গী গ্রহণ করে তাদের কম শাস্তি দেওয়া হয়েছে। এ দণ্ড কার্যকর করার সময় তাদের আটকের সময়কাল বিবেচনা করা হবে।

গত বছরের ডিসেম্বরে ইমরান ও বুশরা এই মামলায় অভিযুক্ত হন। চলতি বছরের অক্টোবরে এই মামলায় আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেন তারা। ইমরানকে রাজনীতি থেকে সরিয়ে দিতে দূরভিসন্ধিমূলকভাবে বানোয়াট এ মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

২০২৩ সাল থেকে কারাগারে থাকা ইমরান ১৯ কোপি পাউন্ডের এক দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা খাটছেন। ২০২৩ সালের ৯ মের প্রতিবাদকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অধীনেও একটি মামলার বিচার চলছে। ১৯ কোটি পাউন্ড দুর্নীতির ওই মামলায় বুশরা বিবিও সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন।

এই রায়ের পর ইমরানের দল পিটিআই এঙ এ দেওয়া এক পোস্টে বলেছে, কারাগারের ভেতরে এক ক্যাঙ্গারু কোটে তোষাখানা২ মামলার রায় ঘোষণা করা হয়েছে। রুদ্ধদ্বার কারাগারে বিচার অবাধও নয়, ন্যায্যও নয়। এটি আদতে একটি সামরিক বিচার।

রায় ঘোষণার সময় ইমরানের পরিবারের সদস্যদেরও কারাগারের ভেতরে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে দলটি।

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীপুরে তালা লাগিয়ে বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগ, শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধলন্ডনে ফিরে গেলেন জুবাইদা রহমান