ইমরান খানকে বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাংবাদিক নিহত

| মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৭:০৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী ট্রাকের নিচে পিষ্ট হয়ে একজন নারী সাংবাদিক নিহত হয়েছেন। রাজধানী ইসলামাবাদ অভিমুখে ইমরানের তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) দলের রাজনৈতিক কর্মসূচী লংমার্চ চলাকালে রোববার পাঞ্জাবের গুজরানওয়ালা শহরের কাছে ঘটনাটি ঘটে বলে পিটিআইয়ের কর্মকর্তারা ও সাংবাদিকরা জানিয়েছেন। আগাম নির্বাচনের জন্য কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে লংমার্চের ডাক দিয়েছেন ইমরান। পাঞ্জাবের লাহোর শহরে থেকে শুরু হওয়া গাড়িবহরের মিছিল শুক্রবার ইসলামাবাদে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু দুর্ঘটনার পর ইমরান খান লংমার্চ স্থগিত করেন। খবর বিডিনিউজের।
আমাদের মিছিল চলাকালে ভয়ানক এক দুর্ঘটনায় চ্যানেল ফাইভের সাংবাদিক সাদাফ নায়ীমের মৃত্যুর ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত, এক টুইটে বলেন ইমরান। তিনি জানান, পিটিআইয়ের রোববারের কর্মসূচি বাতিল করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক কাজ্জাফি বাট রয়টার্সকে জানান, নায়ীম (৪০) ইমরানের মন্তব্য নেওয়ার জন্য তাকে বহনকারী ট্রাকটিতে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান আর ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৩.৬৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধগুজরাটে সেতু ধসে মৃত্যু বেড়ে ১৪১