পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্বাচনী সমাবেশ ও মিছিল পণ্ড করতে রাতারাতি লাহোরে ১৪৪ ধারা জারি করে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকার। শনিবার রাতে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান পরদিন রোববার লাহোরে নতুন করে নির্বাচনী মিছিল বের করার ঘোষণা দেন। এর আগে গত ৮ মার্চ লাহোরে মিছিল করতে চেয়েছিল ইমরান ও তার দল। কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের দিন মিছিল করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে অজুহাতে স্থানীয় প্রশাসন থেকে মিছিল না করার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশ অমান্য করে পিটিআই কর্মী–সমর্থকরা লাহোরে ইমরানের বাড়ির আশেপাশে জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং উভয় পক্ষ সংঘাতে জড়ায়। খবর বিডিনিউজের।
পরে পুলিশ টিয়ার গ্যাসের শেল, জল কামান এবং লাঠিপেটা করে পিটিআই সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। ওই দিন বেশ কয়েকজন আহত হন। ডনের খবরে বলা হয়, শনিবার রাতে ইমরানের নির্বাচনী মিছিলের ঘোষণা দেওয়ার পরপরই জেলা প্রশাসন থেকে লাহোরে জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ১৪৪ ধারা জারি করা হয়। এবার তাদের যুক্তি ছিল, রোববার লাহোরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ আছে। তাই মিছিল–সমাবেশ করলে নগরীতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে।
স্থানীয় প্রশাসনের জারি করা ১৪৪ ধারার বিরুদ্ধে পিটিআই প্রথমে পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) কাছে এবং পরে আদালতে যায় এবং প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বাতিল করার আবেদন জানায়। তবে তাদের ওই আবেদনের উত্তর আসার আগেই ইমরান নিজে রোববারের মিছিল–সমাবেশ স্থগিতের ঘোষণা দেন। তিনি তার কর্মীদের প্রশাসনের এই ফাঁদে আটকা না পড়ার আহ্বানও জানান।