প্রিয় রাজনৈতিক নেতার ডাকে সাড়া দিয়ে হবু কনেকে ছেড়ে পালালেন বর! সম্প্রতি এমনই ঘটেছে পাকিস্তানে। পাত্র ইজাজকে বিয়ে করবেন বলে বিয়ের মণ্ডপে অপেক্ষায় ছিলেন পাত্রী সিদরা নাদিম। কিন্তু বিয়ের আসরে হাজির হয়েও হঠাৎ বেপাত্তা হয়ে যান ইজাজ। পরে জানা যায়, তিনি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের লংমার্চে যোগ দিতে লাহোর চলে গিয়েছেন।
পাত্রের এমন কাণ্ডে ক্ষুব্ধ পাত্রী একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ভালবেসে বিয়ে করতে চেয়েছিলেন ইজাজকে। কিন্তু ইজাজ তার থেকেও প্রিয় রাজনৈতিক দলকে বেশি গুরুত্ব দেবেন, তা ভাবতে পারেননি তিনি। দুঃখ করে বলেছেন, বিয়ের জন্য কেটারিং, ডেকরেটার্স সবাইকে টাকা দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু ইজাজের প্রস্থানে সব টাকা জলে গেল।
বিয়ের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন সিদরা বুঝতে পারেন আপাতত বিয়ে তার হচ্ছে না, তখন ইমরানকে খোলা চিঠি লিখে তিনি ইজাজকে দ্রুত বিয়ের আসরে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। এত কিছুর পরেও ইজাজ অবশ্য ফেরেননি। তিনি তখন মিছিলের সঙ্গে দেশের রাজধানী ইসলামাবাদের পথে। অবশ্য পাত্রী নিজেও ইমরান এবং তার দলের ভক্ত। তাই এত কিছুর পরও তিনি জানিয়েছেন, বিয়ের পর ইজাজের সঙ্গে তিনি মিছিলে হাঁটবেন। হাতে হাত ধরে তারা পাকিস্তানের উন্নতির জন্য ইমরানের পাশে দাঁড়াবেন বলেও দাবি করেছেন তিনি।