ইমরানের সঙ্গে রাজনীতির মাঠ কাঁপাবেন এই সুন্দরী মডেলকন্যা

| শনিবার , ১৩ মে, ২০২৩ at ৭:৪৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের অতি পরিচিত অভিনেত্রী ও মডেল আজেকা ড্যানিয়েল রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিলেন। তিনি রাজনীতির ময়দানে থাকবেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিকইনসাফের (পিটিআই) হয়ে। অভিনেত্রী নিজের টুইটার হ্যান্ডলে এই খবর জানালেন। পিটিআইয়ের সিন্ধ প্রদেশের প্রেসিডেন্ট আলি হায়দার জাইদির সঙ্গে তিনি এক ছবি পোস্ট করেছেন ব্যক্তিগত সোশ্যাল অ্যাকাউন্ট থেকে। দেশের প্রতি অঙ্গীকার করে ড্যানিয়েল ক্যাপশনে লেখেন, শেষ পর্যন্ত, দেশের স্বার্থে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খবর বাংলানিউজের।

পিটিআইয়ের সিন্ধের প্রেসিডেন্ট তার দলে ড্যানিয়েলকে স্বাগত জানিয়েছেন। পিটিআই সিন্ধের প্রেসিডেন্ট আলি হায়দার জাইদি এই অভিনেত্রীর গলায় পিটিআইয়ের পতাকা জড়িয়ে দেন। ড্যানিয়েলকে এর আগেও পিটিআই চেয়ারম্যানের পক্ষে শক্ত অবস্থান নিতে দেখা গেছে। এই অভিনেত্রীর ভাষ্য, আমাদের অবশ্যই দেশকে এই জগাখিচুড়ি থেকে বের করে আনতে হবে এবং প্রধানমন্ত্রী ইমরান খানের অধীনে অগ্রগতির পথে ফিরে আসতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান বিচারপতিকে ইমরানের দলে যোগ দিতে বললেন মরিয়ম নওয়াজ
পরবর্তী নিবন্ধদেওয়ানহাট ফুটপাতে দুই নারী চা বিক্রেতাকে শ্লীলতাহানি, মামলা