পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি। গত বৃহস্পতিবার দেশটির পাঞ্জাবের অ্যাটক কারাগারে গিয়ে ইমরানের সঙ্গে বুশরা সাক্ষাৎ করেন। ৫ আগস্ট তোশাখানা মামলায় ইমরানকে গ্রেপ্তারের পর এই প্রথম সাক্ষাৎ করলেন বুশরা বিবি। খবর জিও নিউজ। খবর বাংলানিউজের।
আইনজীবীদের দল ছাড়াই ইমরানের সঙ্গে একান্তে কথা বলেন বুশরা। প্রায় এক ঘণ্টার মতো তাদের মধ্যে আলাপ হয়। আইনজীবী নাঈম পানঝোথা, শের আফজাল মারওয়াত ও আলি ইয়াজ বাটার ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি। পানঝোথা জানান, বুশরা বিবি ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছিলেন। সূত্র জানায়, আদালতের আদেশ দেখানোর পরও পিটিআই চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি আইনজীবীরা। ফলে তাদের কারাগারের বাইরেই থাকতে হয়। খানের স্ত্রী সাক্ষাৎ শেষে লাহোর চলে যান বলে জানায় সূত্রটি। তোশাখানা মামলায় সাজা পাওয়ার পর পর লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার হন ইমরান খান। ২০১৮–২০২২ সাল সময়ে ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় উপহার কেনা–বেচার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। তোশাখানা মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে ইমরানের দল।