সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান তার দৃঢ় অবস্থান থেকে সরে আসছেন। কারাগার থেকে তিনি দলের শীর্ষ নেতাদের সংসদের ভেতর ও বাইরে বাইরে যোগাযোগ স্থাপনের আহ্বান জানিয়েছেন। খবর জিও নিউজের।
পাকিস্তানে চলমান রাজনৈতিক উত্তেজনা হ্রাস করতেই ইমরান খান এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জিওর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, পিটিআই নেতারা সংসদের বাইরে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে সংলাপে বসবেন। এছাড়া ইমরান খানের দলের নির্বাচিত সংসদ সদস্যরা সরকার দলীয় জোট নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। খবর বাংলানিউজের।
সমপ্রতি এক শুনানিতে পাকিস্তানের প্রধান বিচারক কাজী ফায়েজ ইসার সঙ্গে ইমরান খানের কথা হয়। ওই শুনানিতে প্রধান বিচারক ইমরান খানকে পাকিস্তানের সমস্যা নিরসনে তাকে সংসদে যাওয়ার আহ্বান জানান। পাকিস্তানের সামনে এগোনো উচিত বলে প্রধান বিচারক উল্লেখ করেন। মূলত এরপরেই ইমরান খান সরকার দলীয় জোট নেতাদের সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।