ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

তোষাখানা মামলা

| বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

তোষাখানা মামলার শুনানিতে দিনের পর দিন অনুপস্থিত থাকায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের একটি সেশন আদালত। এ নির্দেশের মাত্র কয়েকঘণ্টা আগে অবৈধ তহবিল ও সন্ত্রাসবাদ বিষয়ক অন্য দুটো মামলায় জামিন পেয়েছিলেন ইমরান।

পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ডন জানায়, গতকাল মঙ্গলবার ইমরানের ইসলামাবাদের চারটি ভিন্ন ভিন্ন আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল। তোষাখানা মামলায় গতকাল ইমরানের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা ছিল। কিন্তু তার আইনজীবী আদালতের কাছে এদিন তার মক্কেলকে শুনানি থেকে অব্যাহতি দেওয়ার অবেদন করেন। কারণ হিসেবে তিনি বলেন, আজ আমার মক্কেল ইমরান খানকে আরও কয়েকটি আদালতে উপস্থিত হতে হবে। খবর বিডিনিউজের।

তোষাখানা মামলায় এর আগে আরো দুইবার ইমরানের বিরুদ্ধে অভিযোগ গঠন করার তারিখ পড়েছিল। গতকাল ইমরান অনুপস্থিত থাকায় অতিরিক্ত সেশন বিচারপতি জাফর ইকবাল তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি আগামী ৭ মার্চ পর্যন্ত মামলার শুনানি স্থগিত করেন। তার পরপরই ইমরান ইসলামাবাদ হাই কোর্টে উপস্থিত হন। সেখানে তাকে একটি হত্যাচেষ্টা মামলায় আগামী ৯ মার্চ পর্যন্ত আগাম জামিন দেওয়া হয়। এছাড়া, এক সদস্যের হাই কোর্ট বেঞ্চ ইমরানকে জামানত হিসেবে এক লাখ রুপি জমা করার নির্দেশও দেন।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন চাপ সত্ত্বেও ইরানের দুটি যুদ্ধজাহাজকে নোঙরের অনুমতি দিল ব্রাজিল
পরবর্তী নিবন্ধকেমব্রিজের অধ্যাপক হলেন অটিজম আক্রান্ত