ইমরানকে সরাতে ১১ দলের জোট

| বুধবার , ২১ অক্টোবর, ২০২০ at ৯:২৪ পূর্বাহ্ণ

ছবিটা পরিষ্কার হচ্ছিল গত শুক্রবার থেকে। লাহোরের কাছে গুজরানওয়ালায় লক্ষাধিক মানুষ ভিড় করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভার্চুয়াল বক্তৃতা শুনবেন বলে। যেখানে ইমরান খানের সরকার আর পাকিস্তান সেনা বাহিনীর প্রধান কমর বাজওয়ার তীব্র সমালোচনা করেন লন্ডনে চিকিৎসাধীন, আপাতত জামিনে মুক্ত নওয়াজ শরিফ। গত সোমবার ঠিক একই রকম ভিড় দেখল করাচির জিন্না স্টেডিয়াম। শরিফ-কন্যা মরিয়ম নওয়াজ এবং আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল সে সভার নেতৃত্ব দিলেন। তাদের বক্তৃতার ছত্রে ছত্রে বর্তমান সরকার ও তার প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শুনে হাততালিতে ফেটে পড়া স্টেডিয়ামের মেজাজ ইমরানের কপালে ভাঁজ ফেলবে বলেই মনে করেছেন কূটনীতিকেরা।
মেয়াদ ফুরনোর প্রায় আড়াই বছর আগেই প্রবল চাপে ইমরান খান ও তার সরকার। বস্তুত ইমরানকে সরাতে রীতিমতো কোমর বেঁধেছে পাকিস্তানের ১১টি রাজনৈতিক দল। নওয়াজের দল পিএমএল (এন) এবং বিলাওয়ালের দল পিপিপি তো আছেই, তাদের সঙ্গে যোগ দিয়েছে ছোট-বড়-আঞ্চলিক মিলিয়ে আরও ৯টি দল। এরা সকলে জোট বেঁধে গড়েছেন পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম)। গত মাসেই জোটটি তৈরি হয়েছিল। এক-একটি শহরে কর্মসূচি করে

পূর্ববর্তী নিবন্ধচীনের তৈরি করোনা প্রতিষেধক নিরাপদ জানাল ব্রাজিল
পরবর্তী নিবন্ধবয়স্ক লোকদের টিকা দেওয়া যেসব কারণে কঠিন