চট্টগ্রামে ৪০০ শয্যা বিশিষ্ট আধুনিক এবং বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইমপেরিয়াল হাসপাতাল লিঃ (আইএইচএল) এর সাথে চট্টগ্রাম ক্লাব লিমিটেডের স্বাস্থ্যসেবা বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে। গত ৫ এপ্রিল ইমপেরিয়াল হাসপাতালের সাথে চট্টগ্রাম ক্লাবের সদস্য এবং পরিবারবর্গের যাবতীয় চিকিৎসা কার্যক্রম যথাক্রমে – বহিঃবিভাগ, অন্তঃবিভাগ, ডায়াগনস্টিক, ইমারজেন্সি ও অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানের লক্ষে এই কর্পোরেট চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। কর্পোরেট চুক্তিতে ইমপেরিয়াল হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন এবং চট্টগ্রাম ক্লাবের পক্ষে চেয়ারম্যান নাদের খান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইমপেরিয়াল হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন, চিফ মেডিকেল অফিসার অধ্যাপক ডা. তারিক আল-নাসির, চিফ এঙিকিউটিভ অফিসার (অ্যাক্টিং) রিয়াজ হোসেন, চিফ ফিনেন্সিয়াল অফিসার মনোয়ারুল হক, অ্যাসিস্টেন্ট ম্যানেজার সামিহা চৌধুরী এবং চট্টগ্রাম ক্লাবের পক্ষে ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক (মঞ্জু), সেক্রেটারী মেজর (অব.) নূরুল আমিন প্রমূখ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে চট্টগ্রাম ক্লাবের প্রতিনিধিবৃন্দ হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন সুযোগ-সুবিধাসমূহ বিশেষ করে কর্পোরেট রোগীদের জন্য বিদ্যমান ব্যবস্থাপনাসমূহ যথা-রেজিস্ট্রেশন, কাউন্সিলর, ডেডিকেটেড চিকিৎসক, নার্স এবং অন্যান্য সুযোগ সুবিধা অবলোকন করে সন্তোষ প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।