ইমপালস স্লোভেরী ওয়েল ফেয়ার সোসাইটির অভিষেক

| সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ১১:৩৩ পূর্বাহ্ণ

দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তনে সামাজিক সংগঠনের বিকল্প নেই। ইতিবাচক কাজে সামাজিক সংগঠনকে ভূমিকা রাখতে হবে। গত শনিবার দুপুরে নগরীর খুলশীস্থ সামাজিক সংগঠন ইমপালস স্লোভেরী ওয়েল ফেয়ার সোসাইটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন উপস্থিত বক্তারা। সমাজসেবক আবু তাহের প্রকাশ হিটাসি তাহেরের সভাপতিত্বে এবং প্রাক্তন সভাপতি কাওসার হায়াতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় হাসান আকবরকে সভাপতি এবং শরাফত আলী রিচার্ডকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি ইঞ্জিনিয়ার আবু তাহের, সহ সম্পাদক আবদুল হাদিস রাসেল, অর্থ সম্পাদক রিফাত খান, কার্যনির্বাহী সদস্য মো. শহিদুল্লাহ, মোহাম্মদ ইব্রাহীম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং পাইওনিয়ার রোটারি ক্লাবের শিক্ষা বৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে গণকমিশনের শুনানিতে সাক্ষ্য দিলেন ৫৫ জন