বায়েজিদ বোস্তামী থানার শান্তিনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক মো. ইমন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে গত সোমবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক ছাত্র ও জনতা অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিতে মিছিল শুরু করেন। পরে বিক্ষোভকারীরা থানার সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে ইমনের শোকাহত মা–বাবাসহ তার স্বজনরা বক্তব্য রাখেন ।তারা জানান, ইমন হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করেনি। আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি। ইমনের পরিবার মামলার প্রধান আসামি রাকিব, রিফাত, ঝন্টু, শাহ আলম ও কাসেমের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি জানান। তারা সতর্ক করে দিয়ে বলেন, আগামী ৭ দিনের মধ্যে যদি আসামিদের গ্রেপ্তার করা না হয়, তবে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। প্রেস বিজ্ঞপ্তি।