ইমন সাহার পরিচালনায় পূজায় আসছে নতুন গান

| মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৩৯ পূর্বাহ্ণ

ভক্তের অনুরোধে প্রথমবারের মত দুর্গাপূজার গানে সঙ্গীত পরিচালনা করলেন সাতবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইমন সাহা। হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে নিয়ে গানটি লিখেন শুভঙ্কর দত্ত দেবু। তাতে সুরারোপ করেন রিমি বিশ্বাস ও অনন্যা দত্ত প্রেমা। গানটিকে কিভাবে সংগীতায়োজন করা যায় তা নিয়ে দুঃশ্চিন্তা করছিলেন রিমি বিশ্বাস। সংগীত পরিচালক ইমন সাহার গুণমুগ্ধ ভক্ত রিমি তাকে যখন অনুরোধ করেন সংগীত পরিচালনার জন্য তিনি বলেন, দেখি কী করা যায়!! পরবর্তীতে।
ইমন সাহা জানান, তিনি সাধারণত নিজের সুরেই সংগীত পরিচালনা করেন, কিন্তু এর আগে কখনো দুর্গাপূজা নিয়ে গান তৈরি না করার কারণে এবং গানটির কথা ও সুর তাঁর পছন্দ হওয়ায় তিনি ভক্তিমূলক এই গানটি করার জন্য রাজী হয়েছেন। দুর্গাপূজা নিয়ে গানটিতে ইমন সাহা কোনো সম্মানি নেননি। গানটির ভিডিও ধারণ ও পরিচালনায় আছেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক জয়নাল আবেদীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনটী বিনোদিনী হয়ে আসছেন রুক্মিনী
পরবর্তী নিবন্ধনাচ করতে পোল্যান্ড যাচ্ছেন পারসা