শুদ্ধ সঙ্গীত প্রসারের প্রত্যয়ে ইমন কল্যাণ সঙ্গীত বিদ্যাপীঠের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা, সঙ্গীতানুষ্ঠান ও সনদপত্র বিতরণ সম্প্রতি চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাচিক শিল্পী প্রবীর পালের সঞ্চালনায় ও অধ্যাপক কানু কুমার চৌধুরীর সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক মুহাম্মদ সাইফুল্লাহ। সংবর্ধিত অতিথি ছিলেন পন্ডিত নির্মলেন্দু চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক রঞ্জন দত্ত।
সংগীতের বিভিন্ন বিভাগে পরিবেশনায় ছিল প্রেমা, স্নিতা, মহুয়া, অন্নি, অনিন্দিতা, প্রান্তিক, সায়র, সার্থক, অনিক, হিমগ্ন, শোলক, দীপিকা, মেধা, সায়ন্তি, প্রিয়ন্তী, শ্রেয়া, অঙ্গনা, নবনীতা, অমৃতা, মেঘাশ্রী, আদ্রিতা, বিপ্রিতা, প্রিয়ংকরী, সৃষ্টি, ঈশান, মিথিলা, অপরাজিতা, অনামিকা, চৈতী, পূর্ণা, শ্রেয়ষী, শুভমিতা, তুলি, মৌ, সিঞ্জু, রিপাংকা, পর্নিকা সিংহ, প্রিয়ন্তী চক্রবর্তী, সায়ন্তি সিংহ, অদ্রিমা, মালিয়াত মাহফুজ সামিহা, মুবাশ্বির মাহফুজ শাবাব, তুর্য, ইন্দিরা, রূপকথা, ঈশিকা, অয়ন্বিতা, শাইলা ইয়াছমিন, অগ্নিমিত্রা, অনন্যা, পুষ্পিতা, নিলাদ্রী, উদিপ্তা, অর্পিতা, কৃত্তিকা, ইন্দ্রজিৎ, দুর্জয়, নিভৃতি, হিয়া রায়, বৃন্ত, অস্মি কর, দীপান্বিতা, জেসিকা, জয়ন্তী, গ্ল্যান্ডা, প্রত্যয়ী ও সৌম্য ধর। নৃত্য পরিবেশনায় ছিল সূচনা, রিপাংকা, প্রেরণা, শ্রেয়া, তাথই, ঐন্দ্রিলা, পূর্ণা ও অবন্তিকা।
পুরো আয়োজনে তবলায় ছিলেন রতন দত্ত ও সজীব বিশ্বাস। সঙ্গীত পরিচালনায় ছিলেন রচিতা চৌধুরী। নৃত্য পরিচালনায় ছিলেন সুমি চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।