ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু

| শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার স্বামী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. রাসেল মোল্লার বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন। শুনানিকালে কারাগারে থাকা রাসেলকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী আহসান হাবীব অব্যাহতির আবেদন করেন।

তবে শামীমা পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত রাসেলের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন। খবর বাংলানিউজের।

ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসেন নামে এক গ্রাহক ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বাড্ডা থানায় মামলাটি করেন। গত বছর ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক প্রদীপ কুমার।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দিনেও অর্ধেকের বেশি টিকিট অবিক্রিত