ইভ্যালির বিরুদ্ধে চট্টগ্রামে দুই মামলা

চেক প্রতারণা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:১৫ পূর্বাহ্ণ

চেক প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে পৃথক দুইটি মামলা হয়েছে। এতে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, সিনিয়র ম্যানেজার (ফিন্যান্স) ও ম্যানেজারকে (ফিন্যান্স) আসামি করা হয়। চেক প্রতারণার অভিযোগে গতকাল বুধবার মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালতে মামলা দুটি করেন মো. ফারুক নামের একজন ব্যবসায়ী।
ফারুকের আইনজীবী সালেহ উদ্দিন আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইভ্যালিতে আমার মক্কেল একবার ৫ লাখ টাকা এবং আরেকবার ২ লাখ ৩০ হাজার টাকার পণ্যের অর্ডার করেন। তারা পণ্য ডেলিভারি করতে অক্ষম হয়ে পৃথক দুটি চেক দেন। চেক নিয়ে আমার মক্কেল ব্যাংকে গেলে দুটি চেকই ডিজ-অর্নার হয়। আদালতের কাছে আমরা বিষয়গুলো তুলে ধরলে ম্যাজিস্ট্রেট বিবাদীদের প্রতি সমন জারি করেন।

পূর্ববর্তী নিবন্ধআল কোরআন মানবজাতির পূর্ণাঙ্গ জীবন বিধান
পরবর্তী নিবন্ধঅবকাশ মেধা স্মৃতি ও স্বাস্থ্যের উন্নয়ন ঘটায়