সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি নাকচ করে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির কাছে এই পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলেছি, আমরা (বিএনপি) কোনোমতেই পিআর পদ্ধতি মেনে নেব না। কারণ এই পদ্ধতি এদেশের মানুষ বুঝে না, তারা এর প্রয়োগও জানে না। ইভিএম পদ্ধতি কতদিন চেষ্টা করা হল, সেটাও পরে বাতিল করা হয়েছে। আর পিআর পদ্ধতি তো প্রশ্নই ওঠে না। আমরা বিশ্বাস করি, পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পুরোপুরি প্রয়োগ করা যায় না। ভোটার জানেও না সে কাকে ভোট দিচ্ছে না দিচ্ছে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। খবর বিডিনিউজের।
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা জনগণের সরাসরি ভোটে বিশ্বাসী। যার মাধ্যমে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারে, ব্যালটের মাধ্যমে। এটাই দেশের জনগণ চায়। জাতীয় নির্বাচন বিষয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায়, দ্রুত চায়। বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আছে মন্তব্য করে তিনি বলেন, এ সংকট থেকে উত্তরণের একমাত্র পথ এই নির্বাচন। অবশ্যই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে বলে তিনি প্রত্যাশা করেন।