ইভটিজিং রুখতে ও বখাটেদের হাত থেকে নিজেকে বাঁচাতে ছোট ছেলে মেয়েদের কারাতে / শরীর চর্চা শিখিয়ে নিজেকে গড়তে এ,ই,প্রি-মাল্টিমিডিয়া আর্ট ইনস্টিটিউটের উদ্যোগে ও সোতোকান কারাতে স্কুল চট্টগ্রামের সৌজন্যে নগরীর কাজীর দেউড়ী সিজেকেএস মার্কেটে বিনা ফিতে মাসব্যাপী কারাতে / শরীর চর্চা’র প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠান গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিএলএফের নগর কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও সোতোকান কারাতে স্কুল চট্টগ্রামের উপদেষ্টা মোঃ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন এসকেএস চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও মোঃ আব্দুল হান্নান (কাজল), কারাতে প্রশিক্ষক মোঃ ইসহাক, মহিলা প্রশিক্ষক সাঈদা মমি, মোঃ ইউনুছ আহমেদ, মোঃ মন্জু, মোঃ আজম উদ্দিন, মোঃ কামরুল হাসান। অনুষ্ঠান শেষে কারাতের বিভিন্ন কলা-কৌশল প্রদর্শন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।