ইভটিজিংয়ের দায়ে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে ৬ মাসের কারাদণ্ড

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৯:৫১ পূর্বাহ্ণ

আানোয়ারা উপজেলায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে লাভ জিহাদ নামের কিশোর গ্যাংয়ের এক সদস্যকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহষ্পতিবার পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. সিফাত (২৪)। সে ভিংরোল গ্রামের মো. বাবুলের পুত্র। অভিযুক্ত ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মোমিন জানান, অভিযুক্ত ব্যক্তিসহ লাভজিহাদ নামক কিশোরগ্যাং পরৈকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়মিত উত্ত্যক্ত করে আসছে বলে বেশ কয়েকজন অভিভাবক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। গোপনে অপেক্ষমান থেকে অপরাধীকে আনোয়ারা থানার পুলিশ ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় হাতে নাতে আটক করা হয়। অপরাধী নিয়মিত বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্ন কথায় ও অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ইভটিজিং করে আসছেন বলে উপস্থিত জনগণ, বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক জানান। অপরাধী দোষ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মো. হাছান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত যুবককে গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমেরিডিয়ান ইন্টিগ্রেটেড ফার্ম পরিদর্শনে ডেনমার্কের রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধকেডিএস এক্সোসরিজ লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা