বিশ্ব মুসলিম উম্মার শান্তি–সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে মাইজভান্ডারে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। শুক্রবার দিবাগত রাতে পালিত হয় পবিত্র শবে বরাত। গত শুক্রবার বিশেষত মাইজভান্ডার দরবারের হযরত আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক:), হযরত গোলামুর রহমান মাইজভান্ডারি (বাবা ভান্ডারী), হযরত জিয়াউল হক মাইজভান্ডারি সহ অন্যান্য ওলি আউলিয়ার মাজারে মুসল্লিদের ভিড় ছিলো সর্বাধিক।
এশা নামাজের পর সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি, সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারি, সৈয়দ মো: হাসান মাইজভান্ডারি, সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি, সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারি, সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারি সহ দরবারের অন্যান্য আওলাদগণ আলাদা আলাদা মোনাজাত ও মিলাদ কিয়াম করেন। পবিত্র শবে বরাত উপলক্ষে মাইজভান্ডার দরবারের গাউসিয়া আহমদিয়া মঞ্জিল, গাউসিয়া হক মঞ্জিল, গাউসিয়া রহমানিয়া মঞ্জিল, গাউসিয়া রহমান মঞ্জিলে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ পাঠের মধ্য দিয়ে এই পবিত্র দিনটি পালন করেন।