যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামসহ সারাদেশে গতকাল পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর পালিত হয়েছে। মহান রাব্বুল আ’লামিন আল্লাহতা’লার নৈকট্য ও রহমত লাভের আশায় এদিন সন্ধ্যা থেকে পুরো রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে পার করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। কারণ, পরম করুণাময় মহান আলাহ লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার বছরের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। হাজার মাসের এবাদতের চেয়েও উত্তম এ রাতের এবাদত। এই রাতে অসীম দয়ালু আল্লাহ পাকের অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়।
নগরের বিভিন্ন মসজিদ–মাজারে ঘুরে দেখা গেছে, এশা ও তারাবির নামাজ শেষে নফল নামাজ আদায় করছেন মুসল্লীরা। পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির–আসকার, দোয়া, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বিনিদ্রা রজনী পার করেন তারা।
জানা গেছে, নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়াতুল ফালাহ, বায়তুশ শরফ মসজিদ, হযরত আমানত শাহ (র.) এর মাজারসহ শহর–গ্রামের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কেবল মসজিদ–মাজারে নয়। ঘরে ঘরে মা–বোনেরাও ইবাদত–বন্দেগীতে মশগুল ছিলেন।
গত রাত ১০টায় জমিয়তুল ফালাহ মসজিদের মুসল্লী মো. ফোরকান আজাদীকে বলেন, মহান আল্লাহ এই সুন্দর পৃথিবীতে অসংখ্য নেয়ামত দিয়ে আমাদের পাঠিয়েছেন। এরপরও সারাবছর তার নির্দেশিত পথে আমরা চলি না। আজ পবিত্র রজনীতে এবাদত–বন্দেগীর মাধ্যমে তার কাছে এ জন্য ক্ষমা চাইব। সাথে মহান দয়ালুর কাছে নিজের এবং পরিবার–পরিজনের পাশাপাশি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করব।