পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা রমজান মাসে দুস্থদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী ও কনফিডেন্স সিমেন্ট : লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এবং কনফিডেন্স সিমেন্ট এর যৌথ উদ্যোগে গত ৩১ মার্চ রাউজান উপজেলার মহীমুনী পাহাড়তলী গ্রামের গরীব, দুস্থ এবং কম সৌভাগ্যবান পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া। তিনি অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় ভবিষ্যতেও গ্রামবাসীর মাঝে ইফতার বিতরণ চলমান থাকবে বলে উল্লেখ করেন। এতে উপস্থিত ছিলেন লায়ন মো. জহির উদ্দিন হেলাল, লায়ন মিরাজুর রহমান তুহিন, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, লায়ন মো. হেলাল উদ্দিন, লায়ন আবদুল মান্নান, লায়ন রাজিব বড়ুয়া, মো. জানে আলম (মেম্বার ৭ নং ওয়ার্ড), প্রসূন মুৎসুদ্দি (মেম্বার ৯ নং ওয়ার্ড), মো. সালাউদ্দিন (মেম্বার ৮ নং ওয়ার্ড), ণিরূপম বড়ুয়া, সরল প্রসাদ বড়ুয়া, সুজন প্রসাদ বড়ুয়া প্রমুখ।
মহানগর যুবলীগ : চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মনোয়ার–উল আলম চৌধুরী নোবেল এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দ্বিতীয় দিনের মতো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বুধবার নগরীর ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের সাগরিকা স্কয়ার ক্লাবে বাদে আছর এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা মনোয়ার–উল আলম চৌধুরী নোবেল, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ–আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, সাবেক ছাত্রনেতা সৈয়দ, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিন লুভন, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, চট্টগ্রাম যুবলীগ নেতা ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এস এম ফারুক, আরিফ, আকবর, স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি, আজাদ, আকবরশাহ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, মহানগর ছাত্রলীগের নাট্য ও বির্তক বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ, উপ তথ্য ও গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয় প্রমুখ।
জাতীয় শ্রমিক লীগ ১০নং ওয়ার্ড শাখা: উত্তর কাট্টলীতে জাতীয় শ্রমিক লীগ ১০ নং ওয়ার্ড শাখার মাধ্যমে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সোলেমান। প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মন্জু। বক্তব্য রাখেন মো. আবু সুফিয়ান, মো. হারুন উর রশীদ, সাইদুর রহমান পুতুল, মো. জাহাঙ্গীর আলম, মাকসুদ আলী হাওলাদার, হাসান মুরাদ মাসুম, মো. রোকন উদ্দিন চৌধুরী, মো. সেলিম উদ্দিন চৌধুরী, আমিনুল ইসলাম প্রমুখ।
বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়ন : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীর উপজেলার খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দারের নিজস্ব উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিয়নের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার খানখানাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের সকল মসজিদ মাদ্রাসা ও এতিম খানায় দায়িত্বরত খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা গাজী জাহেদ আকবর জেবু, পরিষদের সচিব মো. জামাল মিঞাসহ পরিষদের সদস্যবৃন্দসহ খতিব, ইমাম ও মুয়াজ্জিনরা ।
আব্দুল মালেক চৌধুরী ফাউন্ডেশন : পটিয়ার আব্দুল মালেক চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে কুসুমপুরা ইউনিয়নে তুলনামূলক কম স্বচ্ছল রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর উর রশিদ চৌধুরী এজাজ। এসময় তিনি বলেন, মানবসেবার মহানব্রত নিয়ে প্রতিষ্ঠিত আব্দুল মালেক চৌধুরী ফাউন্ডেশন একটি সম্পূর্ণ দাতব্য ও সেবাধর্মী প্রতিষ্ঠান। পরে তিনি ৬০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
বাগমনিরাম ওয়ার্ড : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে নগরীর ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডে গরিব–দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আরিফুল ইসলাম মাসুম, মোহাম্মদ সাজ্জাদ আলী, মো. আবু শাহাদাত চৌধুরী শিপন, মো. লিটন, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ আলী বাবু,এস এম মুহিবসহ ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আমাদের আলোকিত সমাজ : আমাদের আলোকিত সমাজের ব্যবস্থাপনায় এবং প্রয়াসের সার্বিক সহযোগিতায় নগরীর পতেঙ্গা থানার আওতাধীন মাইজপাড়া এলাকার প্রায় ১০০ পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়েছে। গত মঙ্গলবার প্রয়াসের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং প্রয়াসের প্রধান উপদেষ্টা মো. ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান কামরুল হাসান। প্রধান বক্তা ছিলেন মিঠুল দাস গুপ্ত। অতিথি ছিলেন নুরুল আলম, ওয়াহিদ হাসান, নজরুল ইসলাম, আব্দুল মান্নান রানা, জানে আলম, আব্দুল মোতালেব সর্দার, মো. ইউছুফ, মৌলানা আবু ইউছুফ তাহেরী, মো. আলী আজম, সোহেল, মো. সাইফুল ইসলাম সোহাস, এ বি এম ফোরকান, ইফতেখাইরুল ইসলাম সুজন প্রমুখ।
চকবাজার থানা স্বেচ্ছাসেবক লীগ : চকবাজার থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীর গণি বেকারি এলাকায় চার শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আরফাতুর রহমান ইমন। মঙ্গলবার বিকালে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহেরুল ইসলাম চৌধুরী। স্বেচ্ছাসেবক লীগ নেতা আরফাতুর রহমান ইমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহেদুল আজম শাকিল, মো. আব্দুর রউফ, দেলোয়ার হোসেন ফরহাদ, আব্দুল্লাহ আল মামুন, মাসুদ খান, ইলিয়াস চৌধুরী, আবুল মাসুদ, রহমত উল্লাহ স্বপন, নিজাম উদ্দিন, আলাউদ্দিন আলো ও কায়সার আহমেদ। আব্দুল্লাহ আল সাইদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন, আকমাম বাপ্পি, আরমান চৌধুরী, এখলাস উদ্দিন আরমান, রিয়াজ উদ্দিন, আবরার সিকদার, গালিব সিকদার প্রমুখ।