ইফতার করে উঠে দাঁড়াতেই গ্লাসের ওপর পড়ে মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

ইফতার করে উঠে দাঁড়াতেই হঠাৎ মাথা ঘুরে গ্লাসের উপর পড়ে মারাত্মক আহত হন সীতাকুণ্ডের গুলিয়াখালির মিয়া মোল্লার বাড়ির জয়নাল আবেদীন (৫৫)।
এসময় তার মাথায় গ্লাস ঢুকে যায়। সাথে সাথে তার ছেলে মো. কামরুল হোসেন জয়নালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে। জয়নাল আবেদীন সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালি ৩নং চাঁন মিয়া মোল্লার বাড়ির পুরক আহমদের পুত্র। এ ব্যাপারে জয়নাল আবেদীনের ছেলে মো. কামরুল হোসেন আজাদীকে জানান, তার বাবা ইফতার করার পর হঠাৎ মাথা ঘুরে গ্লাসের উপর পরে যায়। এসময় গ্লাস মাথায় ঢুকে মারাত্মক আহত হন তিনি।

সাথে সাথে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসি। কিন্তু আর বাঁচাতে পারলাম না বলে কান্নায় ভেঙে পড়েন। এ ব্যাপারে পাঁচলাইশ থানার ওসি তদন্ত জানান, সীতাকুণ্ড থেকে রাত সাড়ে ৮ টায় জয়নাল আবেদীন নামের একজনকে হাসপাতালে নিয়ে আসেন তার ছেলে।
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইফতারের পর মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআধুনিক বাংলা চলচ্চিত্রে কবরী উজ্জ্বল নক্ষত্র
পরবর্তী নিবন্ধআল্লামা শফীর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি মুফতি ফয়জুল্লাহর