ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা উপস্থাপনায়ও সুনাম কুড়িয়েছেন। ইতোমধ্যে কয়েকটি সেলিব্রেটি শো উপস্থাপনা করতে দেখা গেছে তাকে। এর বাইরে মঞ্চেও নিয়মিত মাইক্রোফোন হাতে দেখা যায় এই চিত্রতারকাকে। গেল ২৩ মার্চ অনুষ্ঠিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’র উপস্থাপনা করেছেন তিনি। খবর বাংলানিউজের।
আসছে রমজান মাসে ‘ইফতারের আয়োজনে’ নামের একটি রান্না বিষয়ক অনুষ্ঠানে হাজির হবেন পূর্ণিমা। ৩০ পর্বের ‘ইফতারের আয়োজনে’ অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী। যেখানে ৩০ দিনে ৩০টি রেসিপি সামনে আনবেন তিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জাহিদ হাসান সুমন। রমজান মাসের প্রতিদিন একটি করে পর্ব একসঙ্গে দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।