ইফতারের পর ভিড় বাড়ছে ক্রেতাদের

জাহেদুল কবির | শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৪:৫৩ পূর্বাহ্ণ

নগরীর শপিংমলমার্কেটগুলোতে ইফতারের পর বাড়ছে ক্রেতাদের আনাগোনা। মার্কেটে ঈদের কেনাকাটার আমেজ পুরোপুরি শুরু না হলেও ক্রেতা সমাগম ধীরে ধীরে বাড়ছে। এটিকে ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। সাধারণত ১৫ রমজান থেকে ক্রেতাদের পদচারণায় মুখর থাকে মার্কেটগুলো। এদিকে ক্রেতারা বলছেন, মার্কেটে অনেক নিত্য নতুন ডিজাইনের কাপড় এসেছে। দামও বেশি হাঁকছেন বিক্রেতারা। সরেজমিনে গতকাল নগরীর টেরিবাজার, নিউমার্কেট বিপণি বিতান, রেয়াজুদ্দিন বাজার, তামাকুমণ্ডি লেইন, জহুর হকার্স মার্কেট, বালি আর্কেড, কেয়ারি ইলিশিয়াম, সেন্ট্রাল প্লাজা, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, ফিনলে স্কয়ার, শপিং কমপ্লেক্স, স্যানমার ওশ্যান সিটি, ইউনেস্কো সিটি সেন্টার, আমিন সেন্টার, ভিআইপি টাওয়ার, আখতারুজ্জামান সেন্টার, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট এবং মতি টাওয়ারের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, বেশ কিছু দোকানে ক্রেতাদের আনাগোনা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা খুটিয়ে খুটিয়ে পছন্দের পোশাক দেখছেন এবং বিক্রেতার সাথে দরদামে মিললেই কিনে বাড়ির পথ ধরছেন। গতকাল নগরীর বালি আর্কেডে আসা ক্রেতা আফসানা আফরোজ বলেন, ঈদ মার্কেটের কালেকশন দেখতে এসেছি। আপাতত কয়েকটি মার্কেট কেবল ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছি। ফিনলে স্কয়ারে আসা গৃহিনী জান্নাতুন নুর মিম বলেন, বাচ্চার জন্য জামা নিতে এসেছি। সামনের দিনগুলোতে মার্কেটে ভিড় বেড়ে যাবে, তাই একটু আগে শপিং সারতে এসেছি।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহম্মদ হোছাইন দৈনিক আজাদীকে বলেন, মার্কেটে ইফতারের পর থেকে ক্রেতা বাড়ছে। আমাদের ব্যবসায়ীরা ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করেছেন। মার্কেট পুরোপুরি জমে উঠবে ১৫ রমজানের পর থেকে। ঈদকে কেন্দ্র করে আমরা মার্কেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।

জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সদস্য সচিব ফজলুল আমিন দৈনিক আজাদীকে বলেন, জহুর হকার্স মার্কেট উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষের পছন্দের ঠিকানা। কারণ এখানে কম দামে খুব ভালো পণ্যটি ক্রেতারা বেছে নিতে পারেন। ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও আমাদের ব্যবসায়ীরা প্রচুর পরিমাণ পণ্য নিয়ে এসেছেন। এখন তেমন বেচাবিক্রি হচ্ছে না। সামনের দিনগুলোতে আশা করি বেচাবিক্রি বাড়বে। রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ছালামত আলী বলেন, আমাদের ব্যবসায়ীরা সারা বছর এই একটি মাসের জন্য অপেক্ষায় থাকেন। ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীরা ফ্যাশনেবল পোশাক নিয়ে এসেছেন। মার্কেটে এখন বেচাবিক্রি পুরোদমে শুরু হয়নি। তবে ইফতারের পর পর ক্রেতার আনাগোনা বাড়ছে।

পূর্ববর্তী নিবন্ধহারিয়ে যাওয়া একটি চেক নিয়ে যা হল
পরবর্তী নিবন্ধতৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় সাময়িকের মতো পরীক্ষা নয়