জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল বলেছেন, যতদিন ব্যবসায়ীরা রাজনীতি নিয়ন্ত্রণ করবে ততদিন বাজার সিন্ডিকেট সক্রিয় থাকবে। জনগণকে জিম্মি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে ওরা টাকার পাহাড় গড়ে তুলবে। এই সব আখের গোছানো রাজনীতিবিদ দের বর্জন করে সৎ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নির্বাচিত করা নাগরিকদের দায়িত্বের অংশ। গতকাল শনিবার ইপিজেড মোড়ে বন্দর থানা জাসদ ও ইপিজেড থানা জাসদের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইপিজেড থানা জাসদের সভাপতি ইলিয়াছ ফয়েজীর সঞ্চালনায় বন্দর থানা জাসদের সভাপতি মফিজর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, জেলা শ্রমিকজোট সভাপতি বোধিপাল বড়ুয়া , পতেংগা থানা জাসদ সভাপতি হাজী সোলেমান, বন্দর থানা সাধারণ সম্পাদক হারুন উর রশিদ,আশরাফুল আলম টোকন, আবুল কালাম, মহিউদ্দীন মোহন, কামাল উদ্দীন, জাহেদুল ইসলাম রুবেল, ইমতিয়াজ উদ্দীন, শওকত আলী আরমান, টুটুল দাস, নিবিড় বড়ুয়া প্রমুখ। প্রধান অতিথি হালিশহর পতেঙ্গা অঞ্চলে ওয়াসা কতৃক পর্যাপ্ত পানি সরবরাহের দাবি জানান। শুরুতে জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খাঁনের মৃত্যুতে একমিনিট নীরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












