ইপিজেড ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপণী মহড়া

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ইপিজেড থানাধীন আব্দুল মাবুদ সওদাগর রোড দোকান মালিক সমিতির উদ্যোগে ও ইপিজেড ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহযোগিতায় একটি সচেতনামূলক অগ্নি নির্বাপণী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে ব্যারিস্টার সুলতান আহম্মদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ক্যাপটেন ইসমাইল হোসেনের নেতৃত্বে এই মহড়া সম্পন্ন হয়।

এ সময় তিনি বলেন, ইপিজেড এলাকায় ঘনবসতি বিল্ডিং থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করা সম্ভব নয়। মিনি পিকআপ প্রবেশ করলে পানি আনতে যেতে হবে ১ কিলোমিটার দূরে। আগুন লাগার সাথে সাথে তাৎক্ষণিক আগুন নেভাতে পারেনা অনেকেই। আবার অনেকেই আগুন লাগলে ভয় পেয়ে চিৎকার করে। কিন্তু নিজের ঘরে যদি অগ্নিনির্বাপক যন্ত্র থাকে, তাহলে আগুন ছড়িয়ে যাওয়ার পূর্বে আগুন নেভাতে পারার জন্য অগ্নি নির্বাপনী মহড়াটি অনুষ্ঠিত হয়েছে। মাবুদ সওদাগর রোড দোকান মালিক সমিতির সভাপতি মোঃ আজাদ বলেন, মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এবং আগুন লাগলে কেউ যেন ভয় না পেয়ে নিজেই আগুন নিভাতে সক্ষম হয়, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান বলেন, ‘আমাদের এলাকাটি খুবই জনবহুল ও ঘনবসতি হওয়ায় অগ্নি নির্বাপন মহড়া খুবই জরুরী ছিল, তাই ইপিজেড ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সহযোগিতায় মহড়াটি সম্পন্ন করি’। এ সময় সমিতির সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাদশাহ, সিনিয়র সহসভাপতি মোঃ আবুল হাসেম, হৃদয় কুমার দে, ইকবাল বাহার, রবিউল হক সুমন, শ্যামল বিশ্বাস, সাইফুর রহমান মিয়া, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ রনি, মোঃ সেলিম মিয়া ও বিভিন্ন দোকানদার সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যস্ততম দোহাজারী স্টেশন রোডে সবজি বাজার ইজারা দেওয়া হবে!
পরবর্তী নিবন্ধস্মার্ট দেশের জন্য চাই স্মার্ট শিক্ষা