ইপিজেড থানা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে বন্দরটিলাস্থ দলীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইপিজেড থানা আওয়ামী লীগের আহবায়ক হাজী হারুনুর রশীদের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সেলিম আফজলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছির উদ্দিন। বক্তব্য রাখেন ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আসলাম, ইপিজেড থানা আ.লীগের সদস্য মো. ইলিয়াছ, সেলিম রেজা, মো. ইসহাক, মো. জাহিদ, নাছির উদ্দিন, বাবুল, জাবের আহাম্মদ প্রমুক। প্রেস বিজ্ঞপ্তি।











