ইপিজেড থানাধীন বিভিন্ন স্কুলে ক্রিকেটার্স হান্ট

| মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৪৬ পূর্বাহ্ণ

আসওয়াদ ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে খুদে ক্রিকেটার সন্ধানে বিভিন্ন স্কুলে চলছে ক্রিকেটার্স হান্ট কার্যক্রম। এরই অংশ হিসেবে নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নংওয়ার্ডের প্রভাত মডেল স্কুলে গত ২০ অক্টোবর সোমবার সকাল ১০টায় দেশব্যাপী ‘ক্রিকেটার্স হান্ট’ ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল্লাহ চৌধুরীর নির্দেশনায় ফরম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ক্রিকেটার্স হান্ট’এর কোচ শাহরিয়ার বিন রুবেল, টিম ম্যানেজার মোস্তাফিজুর রহমান, সহকারী হান্ট পরিচালনাকারী ফাহাদ শাহরিয়ার ফারুক, সানিউর রহমান ফাহিম, জিহাদ প্রমুখ। এ সময় স্কুলের প্রধান শিক্ষক এ, এস, এম শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষক সাহেনা আকতার উপস্থিত ছিলেন। ক্রিকেটার্স হান্টের কার্যক্রম সম্পর্কে কোচ শাহরিয়ার বিন রুবেল জানান, স্কুল, কলেজ ও মাদ্রাসার ৩য় থেকে দ্বাদশ শ্রেণির ছেলেমেয়েদের অংশগ্রহণে এই ক্রিকেটার্স হান্ট কার্যক্রমের মাধ্যমে তারা প্রতিশ্রুতিশীল ক্রিকেটার খুঁজে বের করে তাদেরকে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করবেন।

পূর্ববর্তী নিবন্ধফুটবলার বাছাইয়ে বাংলাদেশের ৩২ কোচকে ফিফার প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধনাসুমের জবাবে আকিলকে উড়িয়ে আনছে ওয়েস্ট ইন্ডিজ