৩৮নং ওয়ার্ডস্থ ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়েছে। ইপিজেড কর্ণফুলী মডেল স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে ও পরিচালক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। প্রধান বক্তা ছিলেন ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী। উদ্বোধক ছিলেন চসিক প্যানেল মেয়র ও কাউন্সিলর আফরোজা কালাম। বিশেষ অতিথি ছিলেন ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হাসান ও সহ–সভাপতি মো. আবু নাছের। আরও বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বাশার, সহকারী প্রধান শিক্ষক মিরাজ হোসেন, আশরাফুল ইসলাম, রিয়াজুল হক, তৌহিদুল ইসলাম তুহিন, আব্দুল্লাহ আল আলামিন, ছাবিনা আক্তার লাকি, আতিকুর রহমান রনি, কাজল কুমার দেসহ সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তাবৃন্দ।












