ইপিজেড এলাকায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাইক্রোবাস জব্দ

মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

নগরের ইপিজেড থানা পুলিশ আকমল আলী বেড়িবাঁধের সামনে থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ১টি মাইক্রোবাস জব্দ করেছে। এসময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ইপিজেড থানার একটি টহল টিম

থানাধীন আকমল আলী বেড়িবাঁধের স্লুইচগেটের সামনে পাকা রাস্তার উপর থেকে ১৬৮ বোতল বিদেশি মদ ও ১টি মাইক্রোবাসসহ আসামি মো. সবুজ মিয়া (৪৫)কে গ্রেপ্তার করে।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআগের চেহারায় ফিরছে চকরিয়ার সেই নিভৃত-নিসর্গ পার্ক
পরবর্তী নিবন্ধ‘বর্ষায় কী খাব, মেয়ের বিয়ে কীভাবে হবে’