চট্টগ্রামের জলদস্যু কামাল বাহিনীর প্রধান কামালসহ তার বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রামের একটি টিম। তাদের হাতে বন্দী চারজনকে উদ্ধার করা ছাড়াও জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও ব্যবহৃত ট্রলার।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডের একটি ভবন থেকে তাদের আটক করে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, কামালের নির্দেশে জেলেদের অপহরণ করে তাদের আত্মীয়স্বজনদের কাছ থেকে নগদে কিংবা বিকাশে টাকা আদায় করা হতো।