নগরীর ইপিজেড থানা এলাকা থেকে চোরাই তেলসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হলেও গতকাল সোমবার সকালে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শরীফ (২৮) ও মো. জাহিদ রানা (২৮)। তাদের কাছ থেকে ১২ ড্রাম ডিজেল উদ্ধার করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, কম দামে ডিজেল কিনে বিক্রির জন্য মজুদ করা হচ্ছিল খবর পেয়ে ইপিজেড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২টি ড্রামে ২ হাজার ২৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এসব ডিজেল কেনাবেচা ও মজুদের সাথে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।