নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোডের কাজী গলির মুখ এলাকায় চলন্ত ট্রাকের ধাক্কায় মোমি বড়ুয়া (২৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি অক্সিজেনের পাঠান পাড়া এলাকার চিত্ত রঞ্জন বড়ুয়ার মেয়ে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোমি বড়ুয়া নামের একজনের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।