চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. নাহিদ (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত ২টার দিকে পতেঙ্গা থানাধীন বিজয়নগর এলাকা থেকে মোটরসাইকেলটিসহ তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান।
গ্রেপ্তার মো. নাহিদ রাঙ্গুনিয়া নাইচ্ছা বটতল এলাকার মো: ফারুকের ছেলে। সে বর্তমানে নগরীর পতেঙ্গা থানাধীন বিজয় নগর এলাকায় বসবাস করে।
পুলিশ জানায়, রবিবার (২০ এপ্রিল) বিকাল ৪ টা থেকে পরদিন সকাল পৌনে ১১টার মধ্যবর্তী কোনো সময়ে ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর সিমেন্ট ক্রসিং এলাকার দৌলত মালুমের বাড়ীর নিচ তলা থেকে ওয়ালটন ১০০ সিসি একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক জিমি নাজির আলী বাদী হয়ে ইপিজেড থানায় মামলা দায়ের করেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, মামলা রুজুর পর থানার উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া এ ঘটনায় জড়িত এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।