নতুন কালুরঘাট সেতু “কালুরঘাট শাহ বু-আলী কালন্দর সেতু” নামে নামকরণের দাবি

এম. আবুল ফয়েজ মামুন

| বুধবার , ২ এপ্রিল, ২০২৫ at ৭:১৮ অপরাহ্ণ

শত বছরের পুরোনো কালুরঘাট সেতু “কালুরঘাট শাহ বু-আলী কালন্দর সেতু” নামে নামকরণের দাবি জানিয়েছেন বোয়ালখালীর কৃতী সন্তান ও মেরিটোরিয়াস স্টুডেন্টস কাউন্সিলের বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারি জেনারেল এম. আবুল ফয়েজ মামুন।

তিনি আরও বলেন, কর্ণফুলী নদীর উপর ১৯৩০ সালে ব্রিট্রিশ শাসনামলে এ রেল সেতু নির্মিত হয়। নতুন কালুরঘাট সেতু নির্মাণের দাবিটি বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রামের মানুষের। বিগত সরকারের শাসনামলে জনগণের বারবার দাবির প্রেক্ষিতে নতুন কালুরঘাট সেতু হওয়ার কথা থাকলেও তা একনেকে অনুমোদন হয়নি।

আবার অনেক সময় একনেকে অনুমোদন-এর পর বাতিল হয়েছে। যা জনগণের সাথে প্রহসন করা হয়েছে। বিগত ৫ই আগস্ট সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার নতুন কালুরঘাট সেতু একনেকে অনুমোদন হয়। আগামী ১৪ই মে নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনের কথা রয়েছে অন্তবর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা ড. ইউনুস।

সেজন্য তিনি অন্তবর্তীকালীন সরকার-কে ধন্যবাদ জানান। একইসাথে তিনি নতুন এই সেতুর নাম বোয়ালখালীর বিখ্যাত সূফি সাধক ও যার নামের সাথে মিল রেখে বোয়ালখালী উপজেলার নামকরণ করা হয় হযরত শাহ বু-আলী কালন্দর এর নামে “কালুরঘাট শাহ বু-আলী কালন্দর সেতু” নামে নামকরণ করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে এই দাবির সাথে বোয়ালখালীর সর্বস্তরের মানুষের সমর্থন রয়েছে এবং এই দাবির সাথে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,বুদ্ধিজীবী এবং গুণিজনও দাবি তুলছেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ভাবে বেঁচে যাওয়া আরাধ্য বিশ্বাস নামের কন্যা শিশুটির পরিচয় পাওয়া যায়নি
পরবর্তী নিবন্ধফয়’সলেকে দর্শনার্থীর সমাগম শুরু