ইপিজেডে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর স্মরণসভা

| রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের আওতাধীন ইপিজেড থানা শাখার ব্যবস্থাপনায় শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর (রহ.) স্মরণসভা ও কাউন্সিল অধিবেশন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ছাত্রনেতা মুহাম্মদ শামসুর রহমান সজীবের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ নিউমুরিং বি ইউনিটের সভাপতি মুহাম্মদ আজাদ মাসুদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুছ তৈয়্যবী যুক্তিবাদী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ জহির উদ্দিন, বিশেষ বক্তা ছিলেন শামিমুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মনিরুল হক মনির, মুহাম্মদ পারভেজ, জিহাদ হোসাইন প্রমুখ।
বক্তারা আল্লামা নুরুল ইসলাম ফারুকীর (রহ.) হত্যাকারীদের বিচারের দাবি জানান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ইপিজেড থানা ২০২২-২৩ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করেন। ছাত্রনেতা মুহাম্মদ আলী আজগরকে সভাপতি ও মুহাম্মদ আলী আশরাফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একশত পাঁচ জনের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে গল্প আহরণ প্রতিযোগিতার দ্বিতীয় অধিবেশন
পরবর্তী নিবন্ধশিখরের বর্ষপূর্তি অনুষ্ঠান