ইপিজেডে অপহৃত শিশু লক্ষীপুরে জঙ্গল থেকে উদ্ধার, গ্রেপ্তার ৭

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ৯:৪১ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থেকে অপহৃত দশ মাস বয়সী এক শিশুকে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার গহীন জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের নাম-পরিচয় জানায়নি। আজ সকাল ১১টায় এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করা হবে।

ইপিজেড থানার ওসি আব্দুল করিম বলেন, শিশুটি অপহরণের পর থানায় মামলা হলে আমরা ঘটনার সাথে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দিই।

পরে শিশুটি যার কাছে আছে তাকে গ্রেপ্তার করি এবং শিশুটি উদ্ধার করি। এই ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅল্পের জন্য রক্ষা পেল চাঁদপুরগামী সাগরিকা ট্রেনের ৮শ যাত্রী
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনাকে হারানোয় সৌদিতে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা