রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বানে ইপিজেড–বন্দরটিলায় গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার পথসভা গত ১৯ আগস্ট অনুষ্ঠিত হয়। এছাড়া ইপিজেড থেকে শুরু হয়ে বন্দরটিলা, স্টিলমিল, সল্টগোলা ক্রসিং, কেইপিজেডসহ কয়েকটি জায়গায় গণসংযোগ ও পথসভা হয়।
গণসংযোগে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমী, চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী শহিদ শিমুল, চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মিজানুর রহিম চৌধুরী, চট্টগ্রাম জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য মোরশেদ আলম, গণসংহতি আন্দোলন ডবলমুরিং থানার আহ্বায়ক হাসান মুরাদ শাহ, চান্দগাঁও থানা কমিটির সদস্য আসাদুজ্জামান মুক্তিয়ার, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মুঈজ, গণসংহতি আন্দোলন ইপিজেড শাখার সদস্য জুয়েল, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি চট্টগ্রাম জেলার সদস্য সচিব মোহাম্মদ সোহাগ, গার্মেন্ট শ্রমিক সংহতির সদস্য কামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।