বাংলাদেশ ইপিইজেড ইনভেস্টারস এসোসিয়েশনের সেন্ট্রাল অফিস পরিদর্শনে আসেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেপজা)’র নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। গতকাল বৃহস্পতিবার তাকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ইপিইজেড ইনভেস্টারস এসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেকশান সেভেনের ব্যবস্থাপনা পরিচালক এস এম খানের নেতৃত্বে বেপজিয়ার পরিচালকগণ। পরে তাকে বেপজিয়ার পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়।
তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বেপজিয়ার কর্মকাণ্ডের প্রশংসা করেন। দেশের অর্থনীতিকে আরও বেগবান করতে ইপিজেডে বিনিয়োগ বান্ধব এসোসিয়েশন বেপজিয়া গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বলে তিনি অবহিত করেন। সকল ইপিজেডে বেপজিয়ার সদস্য সংখ্যা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। এতে বেপজা আন্তরিক ভূমিকা পালন করবে বলে সবাইকে আশ্বস্ত করেন। এ সময় বেপজিয়ার প্রেসিডেন্ট বিনিয়োগকারীগণের বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন। বেপজার চেয়ারম্যান সমস্যা নিরসনে বেপজা আন্তরিক ভূমিকা পালন করছে বলে তিনি জানান। উপস্থিত ছিলেন বেপজিয়ার ভাইস প্রেসিডেন্ট খাজা মঈনুদ্দিন ফরহাদ, বেপজিয়া পরিচালক আজিজুল বারি চৌধুরী জিন্নাহ, পরিচালক অন্জন শেখর দাস এবং বেপজার কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।