ইপিআই কার্যক্রম শতভাগ অর্জন করার নিমিত্তে ইউনিসেফের সহযোগিতায় চসিকের উদ্যোগে তিন দিনব্যাপী কর্ম কর্মপরিকল্পনা ও বাজেট প্রণয়ন বিষয়ক এক কর্মশালা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। নগরীর কাজীর দেউরিস্থ ব্রাক লার্নিং সেন্টারে চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগীয় উপ পরিচালক ডা. মোহাম্মদ সাখাওয়াৎ উল্লাহ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেলেন্স ইম্যুনেজাশান ডা. মো. সরওয়ার আলম, ইউনিসেফের কনসালটেন্ট ডা. প্রসূন রায়। ফ্যাসিলেটেটর হিসেবে দায়িত্ব পালন করেন জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডা. সেলিম আকতার চৌধুরী সংশ্লিষ্ট সকলকে সঠিক কর্মপরিকল্পনা ও স্বাস্থ্য বাজেট প্রণয়ন করে ইপিআই কার্যক্রমকে গতিশীল ও ত্বরান্বিত করার আহবান জানান। উল্লেখ্য এই কর্মশালায় সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।