সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ইউনিসেফের এসবিসি প্রোগ্রামের আওতায় ইপিআই কার্যক্রম জোরদার করার লক্ষে ইউনিসেফের সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে ওয়ার্ড সমন্বয় কমিটির সভা গতকাল বুধবার ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জোনাল মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রফিকল ইসলাম।
ইপিআই টেকনিশিয়ান আহাম্মেদ আলী হাসেমীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। তিনি বলেন, সিটি কর্পোরেশন জনগণের সুস্বাস্থ্যের স্বার্থে বিপুল অর্থ ভর্তুকি দিয়ে বিনামূল্যে বিভিন্ন ধরনের টিকা ও ঔষধ জনগণের জন্য বিতরণ করে। সেবা গ্রহণ করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।
এতে বিশেষ অতিথি মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। সিটি কর্পোরেশনের প্রতিনিধি ছিলেন বন ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী। এনজিও প্রতিনিধি ছিলেন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার সাঈদুল আরেফিন। সাংবাদিক প্রতিনিধি ছিলেন অঞ্জন সেন। উপস্থিত ছিলেন ডা. খুকুমনি বড়ুয়া, ডা. হুমায়রা ফেরদৌসি বেগম, মোহাম্মদ মঞ্জুরুল হক, আবু সুফিয়ান সিদ্দিকী, আব্দুল্লাহ আল হারুন, ইশতিয়াক আজিজ, আনিসুর রহমান, মোহাম্মদ মোতাহের হোসেন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।