নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন যুব সংগঠন ও নারী সংগঠনকে সাথে নিয়ে সাইকেল র্যালি ও সিগনেচার ক্যাম্পেইন করেছে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় নগরীর প্রেস ক্লাবের সামনে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’, ‘আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ এসব প্রতিপাদ্যকে সামনে রেখে নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধের উদ্যোগ গ্রহণ করার উদ্দেশ্যে দাবি জানানো হয় এসব ক্যাম্পেইনের মাধ্যমে। সাইকেল র্যালী শুরুর আগে প্রেসক্লাব প্রাঙ্গণে সংক্ষিপ্ত সভা আয়োজন করা হয়। ইপসার জেলা সমন্বয়কারী ওমর সাহেদ হিরুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মাধবী বড়ুয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিন, দেশ টিভির বিভাগীয় সমন্বয়কারী আলমগীর সবুজ, ইপসার বিভাগীয় সমন্বয়কারী ফারহানা ইদ্রিস। সভার পরে সাইকেল র্যালী প্রেসক্লাব থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আ স ম জামসেদ খন্দকারের নিকট বাল্যবিবাহ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে বাল্য বিবাহ নিরোধে জাতীয় কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন উদ্যোগ গ্রহণ করা, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এবং বাল্য বিবাহ নিরোধ বিধিমালা ২০১৮ যথাযথ প্রয়োগের উদ্যোগ গ্রহণ করা, বাল্য বিবাহ নিরোধ জেলা কমিটি, উপজেলা কমিটি এবং ইউনিয়ন কমিটিকে কার্যকরী ও গতিশীল করার জন্য নির্দেশনা প্রদানসহ ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।