উন্নয়ন প্রতিষ্ঠান ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) সঙ্গে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্মারক স্বাক্ষর করেন ইপসার অ্যাডভোকেসি ইউনিটের ফোকাল পারসন সহকারী পরিচালক মোহাম্মদ আলী শাহীন এবং বিভাগের সভাপতি দিলরুবা আক্তার।
শিক্ষার্থীদের গবেষণা, ইন্টার্নশিপ, প্রজেক্ট ওয়ার্ক, পাবলিক রিলেশন এবং উন্নয়ন কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার উদ্দেশ্যে তিন বছরের জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মানবিক, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী বলেন, দ্রুত উন্নয়নশীল আধুনিক পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান থাকা খুবই জরুরি।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গণেশ চন্দ্র রায় বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষর করাটা গুরুত্বপূর্ণ, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ স্মারকে যেসব কাজের কথা লেখা আছে, সেগুলো ঠিকঠাকভাবে করা। আমরা আশাবাদী যে, এই সমঝোতা স্মারকের কাজগুলো বাস্তবায়ন হবে।
বিভাগের প্রভাষক পিংকি চাকমার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশেদ খান মিলন, বিভাগের সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল, প্রভাষক তাসলিমা আক্তার ইরিন, ইপসার প্রোগ্রাম অফিসার তোফায়েলুর রহমান, সাংবাদিকতা বিভাগ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।